Cyber Crime

জাপানি লোগো কেন্দ্রের সাইটে! হ্যাকিং-আশঙ্কা

সংবাদমাধ্যমের একাংশে উঠে আসছে যে, চিনের হ্যাকাররা ভারতের বিরুদ্ধে ‘সাইবার যুদ্ধ’ আরও জোরদার করে তুলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৩:৪২
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রের ‘ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি)’-এর ওয়েবসাইটটি সোমবার সকালের দিকে কিছু সময়ের জন্য বন্ধ রেখে মেরামতির কাজ চলছিল। ওই সময়ে সাইটটির মূল পাতায় একটি জাপানি সংস্থার লোগো দেখা যাচ্ছিল। অনেক বছর আগে ওই সংস্থাটিই ওয়েবসাইটটি তৈরি করে দিয়েছিল। কিন্তু সকলের তা জানার কথা নয়। ফলে আশঙ্কা ছড়ায়, তবে কি হ্যাক হয়েছে এই সাইট?

Advertisement

লাদাখ নিয়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্কটা এখন অবিশ্বাসের। সংবাদমাধ্যমের একাংশে উঠে আসছে যে, চিনের হ্যাকাররা ভারতের বিরুদ্ধে ‘সাইবার যুদ্ধ’ আরও জোরদার করে তুলছে। সদ্যই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন সংস্থা, সার্ট-ইন কেন্দ্রকে সতর্ক করে দেয় যে, ২১ জুন থেকে হ্যাকাররা দেশের বিভিন্ন সাইট হ্যাক করার চেষ্টা চালাতে পারে। করোনা-সংক্রান্ত সন্দেহজনক কোনও মেল খোলার বিষয়েও সতর্ক করে দিয়ে ২০ জুন রাতে টুইটও করে তারা। সোমবারও উইন্ডোজ় অপারেটিং সিস্টেমের জন্য ফেসবুক মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের একটি খামতি সম্পর্কে সকলকে সজাগ করেছে সার্ট-ইন। এমন পরিস্থিতিতে সরকারি সাইটে বিদেশি লোগো দেখে আশঙ্কা যে অমূলক নয়, সেটা এ দিন স্বীকার করে নেন ডিপআইআইটি-র কর্তারা। পরে তাঁরা জানান, তাদের সাইট দেশীয় তথা এনআইসি-র ক্লাউডে সুরক্ষিতই রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement