বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়ারা। —ফাইল চিত্র।
কর্তৃপক্ষের আগাম অনুমতি ছাড়া আর কোনও বিক্ষোভ দেখানো যাবে না দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া ধর্নায় বসা কিংবা স্লোগান তোলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, সম্প্রতি কিছু প়ড়ুয়া প্রধানমন্ত্রী এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্লোগান তুলেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। কর্তৃপক্ষকে না জানিয়েই এই পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ। এমনকি যে বিষয়গুলির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে, তার সঙ্গে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা ব্যবস্থার কোনও যোগ নেই বলে দাবি জামিয়া কর্তৃপক্ষের।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহম্মদ মেহতাব আলম রিজ়ভি নির্দেশিকায় জানিয়েছেন, ক্যাম্পাসের মধ্যে কোনও সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ, ধর্না কিংবা স্লোগান বরদাস্ত করা হবে না। কোনও পড়ুয়া এই নিয়ম না মানলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। জামিয়ার প্রত্যেক ডিন, বিভাগীয় প্রধানদের এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোন দিনে স্লোগানের অভিযোগের প্রেক্ষিতে এই কড়াকড়ি, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি নির্দেশিকায়।
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম সারির একটি প্রতিষ্ঠান জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। অতীতে বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল হয়ে জামিয়ার ক্যাম্পাস। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ছাত্র আন্দোলন ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করেছিল সেই সময়ে। তাতে পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। ২০২০ সাল পর্যন্ত গড়িয়েছিল সেই প্রতিবাদ, বিক্ষোভ। পরে ২০২৩ সালে বিবিসির একটি তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করেও জামিয়ার ক্যাম্পাস ছাত্র আন্দোলনের সাক্ষী থেকেছে। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তৈরি ওই তথ্যচিত্রটি ক্যাম্পাসে প্রদর্শন করতে চেয়েছিলেন পড়ুয়ারা। তাতে আপত্তি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বার বেশ কয়েকজন পড়ুয়াকে আটকও করা হয়। অতীতের ঘটনাগুলির জেরেই কি এ বার এই ধরনের নির্দেশিকা জারি করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? সে প্রশ্ন ইতিমধ্যে ইতিউতি উঁকি মারতে শুরু করেছে।