Murder

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে, তাই স্ত্রীকে খুন করলেন যুবক

তা দেখে স্বামীর সন্দেহ স্ত্রী তাঁকে ঠকিয়ে অন্যদের সঙ্গে সম্পর্ক রাখছেন। সেই সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে পাথর দিয়ে থেঁতলে খুন করলেন যুবক।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১৮:০২
Share:

রেশমা ও আয়াজ। ছবি রেশমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর ফলোয়ার সংখ্যা আকাশছোঁয়া। তা দেখে স্বামীর সন্দেহ স্ত্রী তাঁকে ঠকিয়ে অন্যদের সঙ্গে সম্পর্ক রাখছেন। সেই সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে পাথর দিয়ে থেঁতলে খুন করলেন যুবক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। স্ত্রীকে খুন করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

২৫ বছরের আয়াজ আহমেদ কাজ করেন অনলাইড ফুড কোম্পানির ডেলিভারি বয় হিসাবে। তাঁর স্ত্রী ২২ বছরের রেশমা মাগলানি। দু’বছর আগে একই সংস্থায় কাজ করতেন তাঁরা। সে সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন বাড়ি থেকে পালিয়ে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের তিন মাসের একটি বাচ্চাও রয়েছে। পরে তাঁদের বিয়ে মেনে নেন দুই পরিবারের লোকজন। মুসলিম মতে ফের বিয়ে হয় তাঁদের।

পুলিশ জানিয়েছে, রেশমা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ছ’হাজার। নিয়মিত নিজেদের জীবনযাত্রার ছবি পোস্টও করতেন তাঁরা। কিন্তু সম্প্রতি আয়াজ সন্দেহ করতে থাকেন, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে স্ত্রীর। সেই নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় ঝামেলা। রেশমার ফোন নিয়ে কী বার্তা চালাচালি হচ্ছে তাও দেখতে চাইতেন আয়াজ। এই ঝামেলার জেরে বাপের বাড়ি ফিরে যান রেশমা।

Advertisement

আরও পড়ুন: আঙুল গুনে নামতা মনে রাখার কৌশলে মুগ্ধ মহীন্দ্রা থেকে শাহরুখ

গত রবিবার রেশমাকে বাড়ি ফিরিয়ে আনতে যান আয়াজ। মতানৈক্য দূর করা ও এক সঙ্গে বসে বিয়ার খাওয়ার অছিলায় তাঁকে বাড়ি আসার কথা জানান। তার পর স্কুটি করে স্ত্রীকে জয়রাইডে নিয়ে যান তিনি। পথেই ভারী পাথর দিয়ে রেশমার মুখ থেঁতলে দেয় সে। তার পর শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যান।

পরের দিন রেশমার দেহ খুঁজে পায় পুলিশ। এর পরই গ্রেফতার করা হয় আয়াজকে। পুলিশ জানিয়েছে, আয়াজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন: এই যুবক এখন প্রবীণ ভারতীয় শিল্পপতি, চিনতে পারছেন এঁকে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement