Rahul Gandhi and Jagdeep Dhankar

আদানি কাণ্ডে নাম না করে রাহুলকে তির ধনখড়ের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ০৮:৩৭
Share:

(বাঁ দিকে) রাহুল গান্ধী এবং জগদীপ ধনখড় (ডান দিকে)। —ফাইল ছবি।

নাম না করে লোকসভার দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ, সাংবিধানিক পদে আসীন ব্যক্তি দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে।

Advertisement

গত সপ্তাহে হিন্ডেনবার্গ রিসার্চের নতুন রিপোর্টে আদানি গোষ্ঠীর শেয়ার দর কাণ্ডের সঙ্গে সেবি-র কর্ণধার মাধবী পুরী বুচ জড়িত বলে অভিযোগ ওঠার পরে রাহুল গান্ধী এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবি তুলেছিলেন। সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপও চেয়েছিলেন। শেয়ার বাজারে লগ্নিকারীদের আস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আজ ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, ‘‘আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি, যখন সাংবিধানিক পদে আসীন এক ব্যক্তি গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়ে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার প্রচার খাড়া করতে চেয়েছেন।’’

Advertisement

রাহুল গান্ধীর জেপিসি তদন্তের দাবির পরে বিজেপিও অভিযোগ তুলেছিল, কংগ্রেস দেশের অর্থনীতি ধ্বংস করতে চাইছে। শেয়ার বাজারে ধস নামাতে চাইছে। আজ উপরাষ্ট্রপতি ধনখড় এ নিয়ে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘‘আমরা এটা হতে দিতে পারি না। এতে আমাদের অগ্রগতি ধাক্কা খাবে।’’ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া নিয়ে প্রশ্ন তুলে ধনখড়ের যুক্তি, ‘‘সরকার, বিচারবিভাগের এক্তিয়ার সংবিধান ঠিক করে দিয়েছে। গোটা দুনিয়ার যে দিকে তাকান, আমেরিকা, ব্রিটেনে কি শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে কখনও হস্তক্ষেপ করেছে?”

উপরাষ্ট্রপতির এ হেন আক্রমণ সত্ত্বেও কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে, আদানি কাণ্ডে জেপিসি-র দাবিতে বিরোধীরা অনড় থাকবে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘‘হিন্ডেনবার্গ রিপোর্টে শুধু শেয়ার বাজারে কারচুপির কথা রয়েছে। জেপিসি তদন্ত হলে আদানি গোষ্ঠীর মেগা কেলেঙ্কারির সব দিক নিয়ে তদন্ত হবে।’’ কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে আবার কটাক্ষ করেছেন, উপরাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করছেন। কারণ প্রধানমন্ত্রীই অর্থনীতি ধ্বংস করছেন। তাই উপরাষ্ট্রপতি চুপ করে থাকতে পারছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement