বিয়েবাড়িতে ভাঙচুর চালাল হাতি সংগৃহীত ছবি
বাজির শব্দে রেগে গিয়ে বিয়েবাড়িতে ভাঙচুর চালাল হাতি। বিয়েবাড়ির প্যান্ডেল ভেঙে দেওয়া ছাড়াও গোটা চারেক গাড়িও সে উল্টে দেয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সরাই ইনায়েত এলাকার আমলাপুর গ্রামে।
শুক্রবার রাতে নায়ারণপুরের বাসিন্দা আনন্দ ত্রিপাঠীর বিয়ে ছিল। তিনি বরযাত্রীদের সঙ্গে নিয়ে আমলাপুর গ্রামে বিয়ে করতে যান। একটি হাতিও তাঁরা সঙ্গে নিয়ে যান। যাই হোক, বর ও বরযাত্রীরা সঠিক সময়েই হাজির হয়ে যান। তবে খানিক পরই তাল কাটে বিয়ের অনুষ্ঠানে। দেদার বাজি ফাটতে শুরু করলে বিরক্ত হয় হাতিটি। তার পর এক সময় রেগে গিয়ে একেবারে প্যান্ডেলে ঢুকে ভাঙচুর করতে শুরু করে সে। ৪টি গা়ড়িও উল্টে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বর সেখান থেকে পালিয়ে বাঁচেন। বরযাত্রীরাও এদিক-ওদিক ছুট লাগান।
খবর পেয়ে বন দফতর ও পুলিশের একটি দল সাহায্যের জন্য যায়। বিস্তর পরিশ্রমের পর তারা হাতিটিকে শান্ত করে।