ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহাইনের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পিটিআই
পয়গম্বরকে নিয়ে বিজেপির মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে দিন দুয়েক আগেই তেহরানে ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল ইরান। বুধবার ইরানের বিদেশমন্ত্রীর ভারত সফরে কিছুটা বরফ গলল বলেই মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বুধবার বৈঠক করেছেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহাইন। সেই বৈঠকে পয়গম্বরের অবমাননার বিষয়টিও উঠেছে। ইরানের মন্ত্রীকে ডোভাল বুঝিয়েছেন যে, ভারত সরকার পয়গম্বরের প্রতি শ্রদ্ধাশীল। যারা ওই কাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে। তাতে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ইরানও। তারা বলেছে, ‘‘ধর্মের পবিত্রতা, বিশেষত পয়গম্বর সম্পর্কে ভারতবাসী ও ভারত সরকারের শ্রদ্ধা, ধর্মীয় সহিষ্ণুতা, এ দেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান এবং ঐতিহাসিক মৈত্রীর প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী আবদুল্লাহাইন। তিনি চান, মুসলিমদের আবেগের বিষয়টিতে নজর দেওয়া হোক, কারণ ভারত বহু ধর্মের আশ্রয়স্থল।’’
ডোভালের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রসারিত করার উপরে জোর দেওয়া হয়। উত্তর-দক্ষিণ পণ্য করিডর, বিশেষত চাবাহার বন্দর ব্যবহার, লগ্নি, বাণিজ্য, শিক্ষা, গবেষণা থেকে শুরু করে সন্ত্রাস-দমন ও আফগানিস্তানের জনতাকে সাহায্য করার মতো বিভিন্ন বিষয়ে কথা হয় তাঁদের। নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে দু’দেশের সম্পর্ককে ‘যথোপযুক্ত’ বলে উল্লেখ করে ইরানের বিদেশমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের প্রসার ঘটানোর ক্ষেত্রে তাঁদের কোনও বাধা নেই। আবদুল্লাহাইনের সঙ্গে বৈঠকের ছবি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘‘দু’দেশের মধ্যে শতাব্দী-প্রাচীন সভ্যতার যে যোগসূত্র রয়েছে, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হল। আঞ্চলিক নিরাপত্তা ও বিকাশকে জোরদার করবে আমাদের সম্পর্ক।’’
পয়গম্বরকে নিয়ে বিতর্কের জেরে ইরান-সহ বন্ধু মুসলিম দেশগুলির অসন্তোষে সার্বিক ভাবেই ঘোর অস্বস্তিতে পড়েছে দিল্লি। তাই এক দিকে ইরানকে আশ্বস্ত করার দায় ছিল তাদের। আমেরিকার নিষেধাজ্ঞা উঠলেই ভারত ইরান থেকে ফের অশোধিত তেল আমদানি শুরু করতে চায়। আর ইরানেরও লক্ষ্য, ভারতকে তেল বিক্রি করা। বিশেষজ্ঞদের মতে, এই কারণেই বুধবার কিছুটা বরফ গলল। নরম হল ইরানও।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।