প্রতীকী ছবি।
স্ত্রীকে মারধরের জেরে বিপাকে মধ্যপ্রদেশের এক পদস্থ পুলিশকর্তা। অভিযোগ উঠতেই রাজ্য সরকার পুরুষোত্তম শর্মা নামে ডিজি পদমর্যাদার ওই অফিসারকে আপাতত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও পুরুষোত্তমের দাবি, এটি নিছক পারিবারিক বিবাদের ঘটনা।
স্ত্রীকে নিগ্রহের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার পুরুষোত্তম স্ত্রীর সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন। এর পরেই স্ত্রীকে মারধর করতে শুরু করেন তিনি। ঘটনার সময়ে ওই ঘরে আরও দু’জনকে দেখা গিয়েছে।
অভিযুক্ত অফিসার জানিয়েছেন, তিনি যদি সত্যিই নিগ্রহ করতেন, সে ক্ষেত্রে ইতিপূর্বেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেন স্ত্রী। এটা স্রেফ পারিবারিক বিবাদ, কোনও অপরাধ নয়। এর পরেই পুরুষোত্তমের দাবি, তিনি অপরাধী নন। ঘটনাটি দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তাঁর অভিযোগ, স্ত্রী সব সময়ে তাঁর উপরে নজরদারি করেন। এবং সেই জন্য বাড়িতে ক্যামেরাও লাগিয়েছেন তাঁর স্ত্রী। আয়কর দফতরের ডেপুটি কমিশনার তথা পুরুষোত্তমের ছেলে পার্থ স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র-সহ বেশ কয়েক জন প্রবীণ আমলার কাছে মাকে মারধরের ভিডিয়ো পাঠিয়ে অভিযোগ দায়েরের অনুরোধ জানিয়েছেন। স্ত্রীকে নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযুক্ত অফিসারের উপযুক্ত শাস্তির আর্জি জানিয়েছেন।