IPFT

ত্রিপ্রাল্যান্ড নিয়ে শক্তি জাহির

সিপাহিজলার পাথালিয়াঘাটের সমাবেশে ছিলেন আইপিএফটি-র সভাপতি তথা রাজ্যের রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা ও অন্য নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০২:০১
Share:

—ফাইল চিত্র।

রাজ্যে সরকারের শরিক আইপিএফটি ফের ‘ত্রিপ্রাল্যান্ড’-এর দাবিতে সরব হল। ‘ত্রিপ্রাল্যান্ড’-এর দ্বাদশ দাবি দিবস উপলক্ষে রবিবার তারা রাজ্যের বিভিন্ন জায়গায় সমাবেশও করেছে। আগামী স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে করোনার এই প্রকোপের মধ্যে বিপুল সমর্থক এনে জড়ো করাকে জনজাতি অধ্যুষিত এলাকায় আইপিএফটি-র শক্তির মহড়া বলেই মনে করছেন রাজনীতির লোকজন।

Advertisement

সিপাহিজলার পাথালিয়াঘাটের সমাবেশে ছিলেন আইপিএফটি-র সভাপতি তথা রাজ্যের রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা ও অন্য নেতারা। তাঁরা দাবি করেন, রাজ্যে জনজাতিদের অস্তিত্ব রক্ষা এবং সার্বিক উন্নয়নের জন্যই লড়ছেন তাঁরা। বিজেপির সঙ্গে জোট সরকার গড়ার আড়াই বছরের মধ্যে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে ‘টেরিটোরিয়াল কাউন্সিল’-এ পরিণত করা হয়েছে। ২৮ আসনের স্বশাসিত জেলা পরিষদকে ৫০ আসনের করার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে রিজার্ভ ফরেস্টের জায়গা থেকে জনজাতিদের পাট্টা প্রদান ও সরকারি খাস জায়গার বন্দোবস্ত দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement