প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। ছবি- পিটিআই
আইএনএক্স সংবাদমাধ্যম মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম জামিন পাবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। জামিনের আর্জির প্রেক্ষিতে বৃহস্পতিবার চিদম্বরমকে এ কথা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
জেলে আটক কংগ্রেস নেতা এর আগে জামিনের আর্জি জানিয়েছিলেন দিল্লি হাইকোর্টে। কিন্তু জামিন পেলে চিদম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এই যুক্তিতে বুধবার তাঁর সেই আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
আইএনএক্স মামলায় সিবিআইয়ের জেরা শেষ হওয়ার পরেই গত ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন চিদম্বরম।
আরও পড়ুন- গাঁধীকে নিয়ে টানাটানি, সঙ্ঘ-বিজেপি পুরোদমে লেগেছে গাঁধীর উত্তরসূরি হতে
আরও পড়ুন- চিদম্বরমের জামিনের আবেদন ফের খারিজ
বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ দিন চিদম্বরমের কৌঁসুলি কংগ্রেস নেতা কপিল সিব্বলকে জানায়, তাঁর মক্কেলের জামিনের আর্জিটি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে পাঠানো হচ্ছে। যা সিদ্ধান্ত নেওয়ার, তিনিই নেবেন।