Tripura

Tripura: ত্রিপুরায় ‘বিজেপি-র হাতে আক্রান্ত’ তৃণমূল নেতার মৃত্যু হল কলকাতার হাসপাতালে

২৮ আগস্ট মাজিবুলের বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মসূচি ছিল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে চড়াও হয়ে মারধর করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১২:৫২
Share:

মৃত্যু হল ত্রিপুরার তৃণমূল নেতা মাজিবুল ইসলাম মজুমদারের।

চার মাস ধরে কলকাতায় চিকিৎসাধীন, ত্রিপুরার তৃণমূল নেতা মাজিবুল ইসলাম মজুমদারের মৃত্যু হল। বয়স হয়েছিল ৫৭। বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তৃণমূলের অভিযোগ, গত বছর অগস্টে ত্রিপুরায় দলের এক কর্মসূচি চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। প্রথমে আগরতলাতেই চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। সেপ্টেম্বর মাস থেকে তাঁর চিকিৎসা চলছিল এসএসকেএম-এ।

Advertisement

গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাজিবুলের বাড়িতেই এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে চড়াও হয়ে ব্যাপক মারধর করে। গুরুতর আহত হন মাজিবুল এবং দলের ছাত্রনেতা শুভঙ্কর মজুমদার। দু’জনকেই কলকাতায় আনা হয়। শুভঙ্কর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু ফেরা হল না মাজিবুলের।

মাজিবুলের মৃত্যুর পর ত্রিপুরা তৃণমূলের টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘মজিবুল ইসলাম মজুমদার, নামটি মনে রাখবেন, বিজেপি-র বিপ্লব দেব আপনার হাতে তাঁর রক্ত লেগে আছে।’ মাজিবুলের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দিতে বৃহস্পতিবার আগরতলায় যাচ্ছেন মন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ শান্তনু সেন। আর্থিক সাহায্যও তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement