ছবি সংগৃহীত
দেশে রেকর্ড উচ্চতা ছুঁল মূল্যবৃদ্ধি। চলতি বছরে এই নিয়ে টানা পাঁচ মাস জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অব্যাহত। পাইকারি মূল্য সূচকের নিরিখে মে মাসে মূল্যবৃদ্ধির হার ১২.৯৪ শতাংশ। এপ্রিল মাসেই গত ১১ বছরের রেকর্ড ভেঙে মূল্যবৃদ্ধির হার ছিল ১০.৪৯ শতাংশে। এ বার মে মাসে ছুঁল সর্বকালীন রেকর্ড।
মূলত অপরিশোধিত তেল এবং তা দিয়ে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক ভাবে মূল্যবৃদ্ধির হার এতটা বেড়ে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বাজারে খাদ্যপণ্যের দাম কমলেও অপরিশোধিত তেল ও পেট্রল, ডিজেল, ন্যাপথা জাতীয় পণ্যের দাম অনেকটাই বেড়েছে সাম্প্রতিক কালে।
মে মাসে উৎপাদিত পণ্যের দাম বেড়েছে প্রায় ১০.৮ শতাংশ। এপ্রিল মাসে বেড়েছিল ৯ শতাংশ। জ্বালানি এবং বিদ্যুতের দামও ৩৭.৬ শতাংশ বেড়েছে মে মাসে।