Suicide

স্বপ্ন ছিল বিমানসেবিকা হওয়া, কিন্তু ঝরঝরে ইংরেজি বলতে না পারার হতাশায় আত্মঘাতী কিশোরী

ছোট থেকেই বিমানসেবিকা হওয়ার স্বপ্ন দেখতেন শাইল। সে জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রেও ভর্তি হয়েছিলেন। সব কিছুই আয়ত্ব করলেও ইংরেজি বলা নিয়ে মেয়ের মধ্যে হতাশা কাজ করত বলে মায়ের দাবি।

Advertisement

সংবাদ সংস্থা

ইনদওর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ২২:৩৮
Share:

ইংরেজি বলতে না পারার হতাশায় আত্মঘাতী কিশোরী। — প্রতীকী ছবি।

স্বপ্ন ছিল বিমানসেবিকা হওয়ার। কিন্তু ঝরঝরে ইংরেজি বলতে পারতেন না। এই হতাশায় আত্মঘাতী ১৭ বছরের এক কিশোরী। ঘটনাস্থল মধ্যপ্রদেশের ইনদওর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গৌরীনগর কলোনির বাড়িতে নিজের ঘর থেকে ১৭ বছরের শাইল কুমারীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের কাছে মৃতার মা ও বোন জানিয়েছেন, ছোট থেকেই বিমানসেবিকা হওয়ার স্বপ্ন দেখতেন শাইল। সে জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রেও ভর্তি হয়েছিলেন। শাইল ইংরেজিতে দুর্বলতা কাটাতে একটি ইংরেজি বলার প্রশিক্ষণ কেন্দ্রেও ভর্তি হয়েছিলেন। সব কিছুই আয়ত্ব করলেও ইংরেজি বলা নিয়ে মেয়ের মধ্যে হতাশা কাজ করত বলে মায়ের দাবি। শাইল প্রায় রোজই বাড়িতে বলতেন, বাকিরা তাঁর চেয়ে অনেক ভাল ইংরেজি বলেন, তিনি পারেন না। ঝরঝরে ইংরেজি বলতে না পারার কারণে শাইল হতাশায় ভুগতেন। শেষ পর্যন্ত সেই হতাশাতেই আত্মঘাতী হয়েছেন তিনি, এমনই মনে করছেন বাড়ির লোকেরা।

আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement