অভিযুক্তদের বিরুদ্ধে সাহার থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রতীকী ছবি।
মত্ত অবস্থায় দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে বিমানসেবিকা এবং সহযাত্রীদের গালিগালাজ এবং উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার দুই যাত্রী। বুধবার বিমানটি মুম্বই অবতরণ করার পরে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালত পেশ করার পর আদালতের তরফে তাঁদের জামিন মঞ্জুর করা হয় বলে বৃহস্পতিবার এক জন পুলিশ আধিকারিক জানিয়েছেন।
ওই পুলিশ আধিকারিক বলেন, দুই অভিযুক্ত পালঘর এবং কোলাপুরের নালাসোপাড়ার বাসিন্দা। তাঁরা দুবাইয়ে কাজ করেন। এক বছর পর তাঁরা বা়ড়ি ফিরছিলেন। সেই ‘আনন্দে’ বিমানের মধ্যেই মদ খেয়ে ফূর্তি শুরু করেন তাঁরা। তাঁদের হট্টগোলের আওয়াজে সহযাত্রীরা আপত্তি জানালে তাঁরা গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। এক জন চলন্ত বিমানের করিডরেই মদ পান করতে শুরু করেন। বিমানসেবিকা এবং বাকি কর্মীরা হস্তক্ষেপ করলে তাঁদেরও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এর পর বিমানের কর্মীরা তাঁদের কাছ থেকে মদের বোতলগুলি কেড়ে নেন।
অভিযুক্তদের বিরুদ্ধে সাহার থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন।
বিমানের মধ্যে যাত্রীদের অসংযত ব্যবহারের এটি এই বছরের সপ্তম ঘটনা। সম্প্রতি, ১১ মার্চ শৌচালয়ে ধূমপান করার অভিযোগে এবং লন্ডন থেকে মুম্বইগামী বিমানে মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।