Indigo Airlines

ইন্ডিগোর নেটওয়ার্কে সমস্যা, দেশ জুড়ে বিমান পরিষেবা ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা

বিবৃতি জারি করে ইন্ডিগো জানিয়েছে, নেটওয়ার্কে কিছু সমস্যা হয়েছে। যার জেরে তাদের ওয়েবসাইটে এবং বুকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। আর এই সমস্যার জন্য তারা আন্তরিক ভাবে দুঃখিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ১৬:৫৮
Share:

বিমানবন্দরে দীর্ঘ লাইন যাত্রীদের। ছবি: সংগৃহীত।

প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় দেশ জুড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান পরিষেবা ব্যাহত। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে এয়ারলাইন্সের নেটওয়ার্ক ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় টিকিট বুকিং, বিমানবন্দরগুলিতে ইন্ডিগোর যাত্রীদের চেক ইন করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইন্ডিগোর পরিষেবাতেও প্রভাব পড়েছে। বেঙ্গালুরু বিমানবন্দরে আবার হাতে লেখা বোর্ডিং পাসও দেওয়া হচ্ছে বলে ইন্ডিগোর যাত্রীদের দাবি।

Advertisement

বিভিন্ন বিমানবন্দরগুলি থেকে যখন একের পর এক সমস্যার কথা জানাতে শুরু করেছেন ইন্ডিগোর যাত্রীরা, এ প্রসঙ্গে বিমান সংস্থাটি দাবি করেছে, সাময়িক ভাবে নেটওয়ার্ক ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়েছিল। যার জেরে অনলাইনে টিকিক বুকিংয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীদের। সমস্যার কথা স্বীকার করে বিমান সংস্থাটি আরও জানিয়েছে যে, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে কী ধরনের প্রযুক্তিগত সমস্যা সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইন্ডিগো।

এক বিবৃতি জারি করে ইন্ডিগো জানিয়েছে, নেটওয়ার্কে কিছু সমস্যা হয়েছে। যার জেরে তাদের ওয়েবসাইটে এবং বুকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। আর এই সমস্যার জন্য তারা আন্তরিক ভাবে দুঃখিত। তবে যাত্রী পরিষেবা স্বাভাবিক এবং মসৃণ করতে তাদের বিশেষজ্ঞ দল কাজ করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement