—প্রতিনিধিত্বমূলক ছবি।
রেলওয়ে ট্র্যাক পরিদর্শন করার জন্য প্রথাগত ট্রলির জায়গায় রোড রেল ভেহিকল ব্যবহার করতে চায় রেল। সম্প্রতি নয়াদিল্লি স্টেশনে ওই নতুন যানের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
প্রয়োজন অনুযায়ী ওই যান রেলওয়ে ট্র্যাক অথবা রাস্তায় ছুটতে পারে। আধুনিক ওই যন্ত্রে শক্তিশালী ক্যামেরা থাকবে। এর ফলে আধুনিক ওই যান ব্যবহার করে অনেক কম সময়ে নজরদারি চালানো যাবে। সাধারণ অবস্থায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের দীর্ঘ পথ হাঁটতে হয়। নতুন যান সেই সমস্যা অনেকটাই দূর করবে। অতীতে চার মাস অন্তর ট্র্যাক পরীক্ষা করার চল ছিল। নতুন গাড়ির মহড়া সফল হলে খুব দ্রুত রেলের বিভিন্ন অঞ্চলে ওই গাড়ির ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। পাঁচ বছরের মধ্যে সারা দেশে লাইন পরীক্ষার জন্য ওই যান ব্যবহার শুরু করতে চায় রেল। তখন দু’মাস অন্তর রেল লাইন পরীক্ষার উপরে জোর দেবে তারা।
এ ছাড়াও সুসংহত ট্র্যাক রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আরও নিখুঁত করার চেষ্টাচালাচ্ছে রেল।