বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নাইকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এখন থেকে আর সরাসরি বিদেশি অর্থসাহায্য গ্রহণ করতে পারবে না। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংস্থাটি এই সংক্রান্ত আইন (এফসিআরএ) লঙ্ঘন করাতেই এই পদক্ষেপ। নাইকের সংস্থা নিয়ে প্রাথমিক তদন্তের পরেই বিষয়টি সামনে আসে। এই সংস্থাটির জন্য বিদেশ থেকে সাহায্য আসছে কিনা, স্বরাষ্ট্র মন্ত্রককে তা জানাতে রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে।