quadcopter

কাশ্মীরে পাকিস্তানি ড্রোন-কপ্টার গুলি করে নামাল ভারতীয় সেনা

শনিবার সকাল ৮টা নাগাদ কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র অদূরে পাক ‘কোয়াডকপ্টার’-টি নামানো হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ১৪:৫০
Share:

এই পাক ‘কোয়াডকপ্টার’ গুলি করে নামানো হয়েছে কেরানে। ছবি: টুইটার থেকে নেওয়া।

জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় ঢুকে পড়া পাকিস্তানি ‘কোয়াডকপ্টার’ (চালকবিহীন ড্রোন-হেলিকপ্টার) গুলি করে নামাল ভারতীয় সেনা।

Advertisement

স‌ংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র অদূরে সেটিকে নামানো হয়। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘কোয়াডকপ্টার’টি চিনা কোম্পনি ডিজেআই নির্মিত ‘ম্যাভিক-২ প্রো’ মডেলের।

সেনার অনুমান, নজরদারির উদ্দেশ্যেই কপ্টার-ড্রোনটি পাঠিয়েছিল পাক ফৌজ। সেটি ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে নীচু দিয়ে উড়ছিল। নিয়ন্ত্রণরেখায় নজরদারি এবং কাশ্মীরে অনুপ্রবেশকারী জঙ্গিদের অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত ড্রোন এবং ‘কোয়াডকপ্টার’ ব্যবহার করে পাক সেনা এবং আইএসআই।

Advertisement

আরও পড়ুন: লাদাখ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাল আমেরিকা, চিনের মোকাবিলায় জোটের সওয়াল

জুন মাসে কাঠুয়া সেক্টরের পানেসরে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া ৮ ফুট লম্বা একটি পাক ড্রোন গুলি করে নামিয়েছিল টহলদার বিএসএফ বাহিনী। সেটি থেকে স্বয়ংক্রিয় রাইফেল-সহ প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন: ইস্তফা ঘোষণা করে হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ ছাড়লেন সৌমিত্র খাঁ, বিজেপি সরগরম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement