নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে তিন জওয়ানকে খুন করে ব্যাট। মৃত্যু হয়েছে ব্যাটের দুই সদস্যেরও।
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালানোর সময় নিহত দুই ব্যাট সদস্যের মৃতদেহ পাকিস্তানকে ফিরিয়ে নিয়ে যেতে বলল ভারতীয় সেনা।
সেনা সূত্রের খবর, পাকিস্তানি সেনার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় সেনা। তাদের দুই ব্যাট সদস্যদের মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। যদিও এখনও এর প্রত্যুত্তরে পাকিস্তান সেনা কিছুই জানায়নি।
রবিবার নিয়ন্ত্রণরেখার একেবারে কাছে লালিয়াল পোস্টে প্রহরায় ছিলেন চার সেনা জওয়ান। দুপুর পৌনে ২টো নাগাদ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ন্ত্রণরেখা পার হয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ মিটার ভিতরে ঢুকে আসে ব্যাটের কয়েক জন সদস্য। আচমকাই তারা লালিয়াল পোস্টে গুলি চালাতে শুরু করে। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দেয়। এই ঘটনায় তিন জন ভারতীয় সেনা এবং দু’জন ব্যাট সদস্যের মৃত্যু হয়। ব্যাটের ওই দুই সদস্যের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।
আরও পড়ুন: রাজি করানো গেল মমতাকে, বাড়ছে নিরাপত্তা, বাড়ির সামনে বসছে জোড়া ওয়াচ টাওয়ার
ভারতীয় সেনার মতে, ব্যাট বাহিনী পাক সেনা এবং জঙ্গিদের মিলিত গোষ্ঠী। এই বাহিনীই ভারতীয় সেনা এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উপর সবচেয়ে বেশি হামলা চালিয়ে থাকে। মূলত খুন করে মাথা কেটে নেওয়াই এদের কাজ।
আরও পড়ুন: ফের পাক বর্বরতা, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তিন সেনা জওয়ানকে খুন
রবিবার ওই হামলার ঘটনায় এই বাহিনীই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে হামলা চালায় বলে জানায় ভারতীয় সেনা।