COVID-19

Covid in India: কোভিড রোগীদের সেবা করতে নিউ ইয়র্ক থেকে ফিরলেন চিকিৎসক হরমনদীপ

চলতি বছরের ১ এপ্রিল তিনি দেশে ফিরেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

অমৃতসর শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১২:০০
Share:

চিকিৎসক হরমনদীপ সিংহ বোপারাই। ছবি: টুইটার।

অতিমারিতে জর্জরিত দেশের সেবা করতে নিউ ইয়র্কের জীবন ছেড়ে নিজের শহরে ফিরলেন চিকিৎসক হরমনদীপ সিংহ বোপারাই। এখন অমৃতসরে কোভিড রোগীদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

Advertisement

অমৃতসরের একটি হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং নার্সদের আলাদা প্রশিক্ষণ দিয়ে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে চলেছেন তিনি। চলতি বছরের ১ এপ্রিল তিনি দেশে ফিরেছেন। তার পর থেকেই সেবামূলক কাজ করে চলেছেন। তাঁর পরবর্তী লক্ষ্য মুম্বইয়ে ১০০০ শয্যার একটি কোভিড হাসপাতাল গড়ে তোলা। এর জন্য ইতিমধ্যে বিভিন্ন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। আজ, সোমবারই তাঁর মুম্বই যাওয়ার কথা।

অমৃতসরেরই ছেলে তিনি। ২০১১ সালে অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন হরমনদীপ।

Advertisement

তার পর থেকেই নিউ ইয়র্কে রয়েছেন তিনি। ছোট থেকে সেবামূলক মনোভাব নিয়েই বড় হয়েছেন হরমনদীপ। তাঁর মা-বাবা দু'জনেই পেশায় চিকিৎসক। মা ছিলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং বাবা একজন অস্থি বিশেষজ্ঞ। তিনি নিজেও একজন অ্যানাস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। ২০১১ সালে মায়ের মৃত্যু হয়। মূলত মায়ের কাছ থেকেই তাঁর সেবামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement