Kumudini Tyagi

নৌবাহিনীর যুদ্ধজাহাজে দুই মহিলা অফিসার

নৌবাহিনীর বিভিন্ন পদে মহিলারা কর্মরত থাকলেও এত দিন বেশি সময়ের জন্য তাঁদের যুদ্ধজাহাজে মোতায়েন করা হত না।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৩
Share:

সাব লেফটেন্যান্ট রীতি সিংহ এবং কুমুদিনী ত্যাগী। সোমবার কোচিতে। ছবি: পিটিআই।

ভারতীয় নৌবাহিনীতে ইতিহাস। এই প্রথম বার নৌবাহিনীর যুদ্ধজাহাজে মোতায়েন করা হচ্ছে দুই মহিলা অফিসারকে। নৌবাহিনীর এমএইচ-৬০ আর কপ্টারের পাইলট হিসেবে যোগ দিচ্ছেন সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী এবং সাব লেফটেন্যান্ট রীতি সিংহ। নারীদের সমানাধিকার এবং ক্ষমতায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Advertisement

নৌবাহিনীর বিভিন্ন পদে মহিলারা কর্মরত থাকলেও এত দিন বেশি সময়ের জন্য তাঁদের যুদ্ধজাহাজে মোতায়েন করা হত না। ক্রু কোয়ার্টারে গোপনীয়তার অভাব, মহিলাদের ব্যবহারের উপযোগী শৌচাগার না-থাকার মতো বিষয়গুলি এর কারণ ছিল। সোমবার সেই প্রথা ভেঙে কোচিতে আইএনএস গরুড় যুদ্ধজাহাজে একটি অনুষ্ঠানের মাধ্যমে কুমুদিনী এবং রীতিকে নিয়োগ করা হয়। খুব শীঘ্রই তাঁদের এমএইচ-৬০ আর কপ্টার ওড়াতে দেখা যাবে। এই দুই অফিসারকে অভিনন্দন জানিয়ে এটিকে ঐতিহাসিক মুর্হূত বলে বর্ণনা করেছেন রিয়ার অ্যাডমিরাল অ্যান্টনি জর্জ। তিনি বলেন, ‘‘এই প্রথম হেলিকপ্টার অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদের। যুদ্ধজাহাজেও মহিলা অফিসারদের মোতায়েনের সূচনা হল।’’ এর আগে ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্থ, ফ্লাইট লেফটেন্যান্ট অবনী চতুর্বেদী এবং ফ্লাইট লেফটেন্যান্ট মোহনা সিং। এই মুহূর্তে বাযুসেনায় ১৮৭৫ জন মহিলা রয়েছেন।

আরও পড়ুন: পরিযায়ী মৃত্যুর তথ্য নিচ্ছে কেন্দ্র

Advertisement

আরও পড়ুন: নিয়ন্ত্রণ প্রয়োজন ডিজিটাল মিডিয়ায়, সুপ্রিম কোর্টে কেন্দ্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement