ফাইল ছবি।
কোভিড টিকার অপ্রতুলতা নিয়ে যখন গোটা দেশ চিন্তিত তখন রুশ ‘স্পুটনিক ভি’ টিকা নিয়ে আশার কথা শোনালেন রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত। জানালেন, আগামী মাসের গোড়ার দিক থেকেই ভারতীয় নাগরিকদের স্পুটনিক ভি টিকা দেওয়া যাবে।
ভারতীয় রাষ্ট্রদূত বালা ভেঙ্কটেশ বর্মা বৃহস্পতিবার বলেন, ‘‘মে মাসের গোড়ার দিক থেকেই ভারত সরকার নাগরিকদের স্পুটনিক ভি কোভিড টিকা দেওয়া শুরু করতে পারবে।’’
এ দেশে জরুরি ভিত্তিতে স্পুটনিক ভি টিকা ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকারের ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’-র ছাড়পত্র পায় গত ১২ এপ্রিল। ভারত-সহ মোট ৬০টি দেশে স্পুটনিক ভি টিকা চালু হতে চলেছে। যা মোট ৩০০ কোটি মানুষকে দেওয়া সম্ভব হবে বলে রাশিয়া জানিয়েছে।