Rafale

সামনের মাসেই প্রথম দফায় ছ’টি রাফাল আসছে ভারতে

আগামী ২৭ জুলাই ছ’টি রাফাল অম্বালায় পৌঁছবে। দক্ষিণ ফ্রান্সের ইস্টার কমিউন থেকে সেগুলিকে উড়িয়ে আনবেন ভারতীয় বায়ুসেনার পাইলটেরা।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ১৭:৩৫
Share:

আপাতত অম্বালায় ডেরা হবে রাফাল যুদ্ধবিমানের। ফাইল চিত্র

লাদাখ-সংঘাতের আবহেই প্রথম রাফাল যুদ্ধবিমান আসতে চলেছে ভারতে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জুলাই মাসের শেষে পূর্ণ অস্ত্রসম্ভার-সহ ছ’টি রাফাল বিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসবে। সেগুলি হরিয়ানার অম্বালা বায়ুসেনা ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো (১৭ নম্বর) স্কোয়াড্রন’-এ অন্তর্ভুক্ত হবে। অগস্ট মাসের গোড়াতেই পুরোদস্তর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে ভারতীয় বিমানবাহিনীর ওই রাফাল বহর।

Advertisement

প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, আগামী ২৭ জুলাই ছ’টি রাফাল অম্বালায় পৌঁছবে। দক্ষিণ ফ্রান্সের ইস্টার কমিউন থেকে সেগুলিকে উড়িয়ে আনবেন ভারতীয় বায়ুসেনার পাইলটেরা। মাঝে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির আফ ধাফরা এয়ারবেসে হবে সাময়িক যাত্রাবিরতি। প্রকাশিত খবরে দাবি, অত্যাধুনিক ‘এয়ার টু এয়ার’ ক্ষেপণাস্ত্র ম্যাটিওয় এবং ‘এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র স্ক্যাল্প-সহ ফ্রান্স থেকে উড়ে আসবে ছ’টি রাফাল। ফলে তাদের যুদ্ধ-প্রস্তুতির জন্য বেশি সময় লাগবে না।

আরও পড়ুন: পণবন্দি করার ছক কষেই এসেছিল জঙ্গিরা, সঙ্গে ছিল প্রচুর খাবার, বিস্ফোরক​

Advertisement

ইউপিএ জমানায় ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের আমলে ২০১৫ সালে সম্পাদিত নতুন চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে ৩৬টি রাফাল কিনবে ভারত। গত ৮ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ফ্রান্স সফরের সময় দক্ষিণ ফ্রান্সে দাসো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে প্রথম রাফাল যুদ্ধবিমান হস্তান্তর করেছিল।

আরও পড়ুন: লাদাখে সরেনি চিনা সেনা, পরিস্থিতি নিয়ে বৈঠকে ডোভালরা

ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলটদের একটি দল ইতিমধ্যেই ফ্রান্সে গিয়ে রাফাল যুদ্ববিমানের প্রশিক্ষণ নিয়েছে। বায়ুসেনার পরিকল্পনা রাফালের দু’টি স্কোয়াড্রন গড়া হবে। পশ্চিম সেক্টরের স্কোয়াড্রনটি থাকবে অম্বালায়। পূর্ব সেক্টরের স্কোয়াড্রনটি আলিপুরদুয়ার জেলার হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে। লাদাখে চিন সেনার অনুপ্রবেশ এবং জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনার রাফাল প্রাপ্তি নতুন মাত্রা আনবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement