ছবি এএফপি।
বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকা থেকে অস্ত্র কেনা কমিয়ে দিয়েছে। ব্যতিক্রম নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা ভারত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ বছরে আমেরিকা থেকে ভারতে অস্ত্র আমদানির পরিমাণ বেড়ে গিয়েছে বিরাট ভাবে। তথ্য বলছে, ওই সময়ে ভারতে আমেরিকার অস্ত্র আমদানির অঙ্ক ৬২ লক্ষ ডলার থেকে বেড়ে ৩৪০ কোটি ডলারে পৌঁছেছে।
বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার অস্ত্র কিনে থাকে। তবে ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির (ডিএসসিএ) রিপোর্ট জানাচ্ছে, ২০১৯ সালের পর থেকে অনেক দেশেই আমেরিকার অস্ত্র বিক্রির পরিমাণ কমে গিয়েছে। ২০১৯ সালে বিভিন্ন দেশে ৫৫৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল আমেরিকা। ২০২০ সালে সেই অঙ্ক দাঁড়িয়েছে ৫০৮০ কোটি ডলারে। তবে এই বছরে ভারত ছাড়াও আমেরিকা থেকে বেশি পরিমাণে অস্ত্র কিনেছে মরক্কো, পোলান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান ও সংযুক্ত আরব আমিরশাহি। সৌদি আরব, আফগানিস্তান, বেলজিয়াম, ইরাক, দক্ষিণ কোরিয়া ট্রাম্পের দেশ থেকে অস্ত্র আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে। ২০২০ সালের হিস্টরিক্যাল সেলস বুকের তথ্য অনুযায়ী, ১৯৫০ থেকে ২০২০ সালের মধ্যে ফরেন মিলিটারি সেলস (এফএমএস)-এর আওতায় আমেরিকা ভারতকে ১২৮০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে।
তাৎপর্যের বিষয় হল, ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে সামরিক সহযোগিতায় নিষেধাজ্ঞা জারি করেছিল ঠিকই। কিন্তু এফএমএস-এর আওতায় ইসলামাবাদকে অস্ত্র জুগিয়ে গিয়েছে আমেরিকা। ২০১৯ সালে পাকিস্তানে কোনও রকম অস্ত্র বিক্রি করেনি তারা। এমনকি, এ ব্যাপারে অগ্রিম নেওয়া অর্থও ইসলামাবাদকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ২০২০ সালে পাকিস্তানকে ১৪ কোটি ৬০ লক্ষ ডলারের অস্ত্র সরবরাহ করা হয়েছে। ২০১৮ সালে এই পরিমাণ ছিল ৬ কোটি ৫০ লক্ষ ডলার। ১৯৫০ থেকে ২০২০ সালের মধ্যে এফএমএস-এর আওতায় পাকিস্তান ১০০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে আমেরিকা থেকে। আমেরিকা অবশ্য এর থেকেও বেশি পরিমাণে অস্ত্র পাকিস্তানে পাঠিয়েছে সামরিক ও নিরাপত্তার বিষয়ে সহযোগিতার খাতে।
গত ফেব্রুয়ারি মাসে লখনউয়ে ডিফেন্স এক্সপো-র উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, অতীতের বিভিন্ন সরকার বিদেশ থেকে অস্ত্র আমদানির উপরেই জোর দিয়েছে। এ ভাবেই ভারত বিশ্বের এক নম্বর অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে। তবে সেই পথ বদলে দিয়ে ভারতকে তিনি বিশ্বের অন্যতম অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে চান। পরবর্তী পাঁচ বছরে এ দেশ থেকে যাতে ৫০০ কোটি ডলারের অস্ত্র রফতানি করা যায়, সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারত। তবে প্রধানমন্ত্রী এ কথা বললেও তথ্য জানাচ্ছে, তাঁর জমানাতেই আমেরিকা থেকে ভারতে অস্ত্র আমদানির পরিমাণ বেড়ে গিয়েছে।