Kulbhushan Yadav

কুলভূষণ মামলায় ফের তোপ

১৬ জুলাই কুলভূষণের সঙ্গে দেখা করেন ভারতীয় কূটনীতিকেরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২০ ০৪:৫৬
Share:

কুলভূষণ যাদব। ছবি- এএফপি

চরবৃত্তির দায়ে পাকিস্তানে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কুলভূষণ যাদবকে আইনি সাহায্য দেওয়ার পথ পাকিস্তান রুদ্ধ করে দিচ্ছে বলে ফের তোপ ভারতের। দিল্লির দাবি, কুলভূষণের ক্ষেত্রে আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় মানছে না পাকিস্তান।

Advertisement

আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করে অবাধে কথা বলতে দেওয়ার জন্য গত এক বছরে ১২ বার অনুরোধ করেছে ভারত। কিন্তু পাকিস্তান এক বারও সেই অনুরোধ রক্ষা করেনি।’’

১৬ জুলাই কুলভূষণের সঙ্গে দেখা করেন ভারতীয় কূটনীতিকেরা। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, সেই সাক্ষাতের সময়ে তাঁর হাতে কোনও নথি তুলে দিতে দেয়নি পাকিস্তান। ফলে আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে পাক হাইকোর্টে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি পেশের জন্য কুলভূষণের ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নেওয়া যায়নি। অন্য দিকে কুলভূষণের মামলা সংক্রান্ত নথিপত্র চাওয়ায় ইসলামাবাদ জানায়, কেবল কোনও পাক আইনজীবীকেই ওই নথি দেওয়া যাবে। ভারত এক পাক আইনজীবীকে নিয়োগ করে। কিন্তু তাঁকে নথি দিতে রাজি হয়নি পাক সরকার।

Advertisement

বিদেশ মন্ত্রকের দাবি, এ সব বাধা সত্ত্বেও ১৮ জুলাই পাকিস্তানের হাইকোর্টে আর্জি পেশের চেষ্টা করে ভারত। কিন্তু পাক আইনজীবী জানান, ‘পাওয়ার অব অ্যাটর্নি’ ও পাক সরকারের দেওয়া নথি ছাড়া আর্জি পেশ করা সম্ভব নয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, ‘‘হাইকোর্টে আর্জি জানানোর সময়সীমা নিয়েও টালবাহানা করেছে পাকিস্তান। প্রথমে তারা জানায়, ১৯ জুলাইয়ের মধ্যে আর্জি পেশ করতে হবে। তার পরে জানায়, ২০ জুলাই আবেদন পেশ করার শেষ দিন। কুলভূষণ মামলায় সব পথ খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement