National News

দেশে গত ৬ বছরে চাকরি কমেছে ৯০ লক্ষ! দাবি গবেষণার

দেশে বেকারত্বের হার কতটা দ্রুত হারে বাড়ছে তার সবচেয়ে বড় প্রমাণ, আগের মাস সেপ্টেম্বর (৭.২ শতাংশ) থেকে বেকারত্বের হার অক্টোবরে বেড়েছে ১.৩ শতাংশ। এটাও একটি রেকর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ১৩:১৯
Share:

অলঙ্করণ: তিয়াসা দাস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হওয়া তো দূরের কথা, চাকরির সংখ্যা উদ্বেগজনক ভাবে কমেছে। একটি গবেষণার দাবি, ২০১১-’১২ থেকে ২০১৭-’১৮, এই ৬ বছরে ভারতে চাকরির সংখ্যা কমেছে অন্তত ৯০ লক্ষ। স্বাধীন ভারতে এই প্রথম। একই সঙ্গে বাড়ছে দেশে বেকারত্বের হারও। এ বছরের অক্টোবরে ভারতে বেকারত্বের হার বেড়ে পৌঁছেছে সাড়ে ৮ শতাংশে। সেপ্টেম্বরের চেয়ে ১.৩ শতাংশ বেশি।

Advertisement

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সন্তোষ মেহরোত্রা ও পঞ্জাবের সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক যযাতি কে পরিদার ওই গবেষণাপত্রটি বৃহস্পতিবার প্রকাশ করেছে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অফ সাসটেনেব্‌ল এমপ্লয়মেন্ট’ বিভাগ। ও দিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক হিমাংশুর দাবি, ২০১১-’১২ থেকে ২০১৭-’১৮ পর্যন্ত ভারতে ফিবছরে গড়ে ২৬ লক্ষ মানুষ চাকরি খুইয়েছেন। অধ্যাপক মেহরোত্রার কথায়, ‘‘চাকরির সংখ্যা কমার এই তথ্য স্বাধীন ভারতে এই প্রথম।’’

যদিও কিছু দিন আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে হওয়া অন্য একটি গবেষণা ঠিক উল্টো কথা বলেছে। দুই অধ্যাপক লভীশ ভান্ডারি ও অমরেশ দুবের যৌথ গবেষণাপত্রে দাবি করা হয়, ২০১১-’১২ থেকে ২০১৭-’১৮, এই ৬ বছরে ভারতে চাকরির সংখ্যা ৪৩ কোটি ৩০ লক্ষ থেকে বেড়ে ৪৫ কোটি ৭০ লক্ষে পৌঁছেছে।

Advertisement

আরও পড়ুন- কালো টাকা রুখতে এ বার সোনায় নজর সরকারের! কর বসানোর ভাবনা​

আরও পড়ুন- অর্থনীতির আয়না নয় চাঙ্গা বাজার​

পরিসংখ্যানগুলি একেবারেই উল্টে গিয়েছে অধ্যাপক মেহরোত্রা ও অধ্যাপক পরিদার গবেষণাপত্রে। তাঁদের দাবি, ২০১১-’১২ সালে দেশে চাকরির সংখ্যা ছিল ৪৭ কোটি ৪০ লক্ষ। ২০১৭-’১৮-য় তা কমে হয়েছে ৪৬ কোটি ৫০ লক্ষ। তার মানে, চাকরির সংখ্যা গত ৬ বছরে কমেছে ৯০ লক্ষ।

একই সঙ্গে বাড়ছে দেশে বেকারত্বের হারও। এ বছরের অক্টোবরে ভারতে বেকারত্বের হার বেড়ে পৌঁছেছে সাড়ে ৮ শতাংশে। যা ২০১৬-র অগস্টের পর সবচেয়ে বেশি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ‘সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)’ শুক্রবার তাদের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে এই উদ্বেগজনক তথ্য দিয়েছে।

সিএমআইই-র রিপোর্ট বলছে, দেশে বেকারত্বের হার কতটা দ্রুত হারে বাড়ছে তার সবচেয়ে বড় প্রমাণ, আগের মাস সেপ্টেম্বর (৭.২ শতাংশ) থেকে বেকারত্বের হার অক্টোবরে বেড়েছে ১.৩ শতাংশ। এটাও একটি রেকর্ড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পরের দিনই দেশের কর্মসংস্থানের বেহাল ছবি সামনে আনে পরিসংখ্যান মন্ত্রক। সেই রিপোর্টে বলা হয়, ২০১৭-’১৮ অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ। ১৯৭৪ সালের পর দেশের কর্মসংস্থানের হাল কখনও এত খারাপ হয়নি। যদিও পরিসংখ্যান মন্ত্রকের দাবি, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কর্মসংস্থানের হার নির্ধারণ করা হয়েছে। তাই আগের হিসেবের সঙ্গে বেকারত্বের এই হারের তুলনা করা ঠিক নয়।

বিশেষ করে নোটবন্দির পর থেকে গত তিন বছরে ভারতে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্বের হার বৃদ্ধি তার অনিবার্য পরিণতি। তীব্র অর্থনৈতিক মন্দার ফলে ভারতে দ্রুত পিছিয়ে পড়তে শুরু করেছে শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রদু’টিও। গত বছরের সেপ্টেম্বরে পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন যা ছিল, গত সেপ্টেম্বরে তা ৫.২ শতাংশ কমেছে। আর গত অগস্টে দেশে শিল্পোৎপাদন যে গতিতে কমেছে, তা গত ৬ বছরে সর্বাধিক।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement