টিকটক ফিল্ম ফেস্টিভ্যাল। ছবি টুইটার থেকে সংগৃহীত।
কমবয়সি ভারতীয়দের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে চাইনিজ ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটক। মজাদার ভিডিয়ো বানিয়ে ফলোয়ার জোগাড়ের নেশায় মাতছেন কম বেশি সকলেই। সেই টিকটকপ্রেমীদের নিজেদের প্রকাশের জন্য বিশাল সুযোগ এনে দিল পুণের এক ইভেন্ট অর্গানাইজার। টিকটকপ্রেমীদের জন্য তিনি আয়োজন করেছেন আস্ত একটা ফিল্ম ফেস্টিভ্যাল।
পুণের বাসিন্দা প্রকাশ যাদব। পেশায় তিনি ইভেন্ট অর্গানাইজার। তিনিই এই টিকটক ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান উদ্যোক্তা। ২৪ জুলাই থেকে শুরু হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে আগামী ২০ অগস্ট পর্যন্ত। এই ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ীদের পুরস্কৃতও করা হবে। প্রথম স্থানাধিকারী পাবেন ৩৩ হাজার ৩৩৩ টাকা, দ্বিতীয় ২২ হাজার ২২২ টাকা। এই ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছে ১২টি বিভাগ। সেরা কমেডি, সেরা ইমোশন ও সেরা যুগলের মতো বিভাগে বিজয়ীদেরও দেওয়া হবে পুরস্কার।
কিন্তু কেন টিকটক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করলেন প্রকাশ? এর উত্তরে তিনি বলেছেন, ‘‘টিকটক এখন ট্রেন্ডিং। সকলেই টিকটকে ভিডিয়ো বানাচ্ছেন। কনেক কলেজ ছাত্র-ছাত্রীরা কলেজের বাইরে টিকটক ভিডিয়ো বানায়। তাঁদের সামনে সুযোগ করে দিতেই এই উদ্যোগ।’’ আর এই ফেস্টিভ্যালে যারা জিতবেন না, তাঁদেরও জন্যও থাকবে অংশগ্রহণের শংসাপত্র।
আরও পড়ুন: বন্যা থেকে বাঁচতে কুমির আশ্রয় নিল বাড়ির ছাদে! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: জলের তোড়ে ভেসে গেল বাড়ি, মৃত ৬, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো