Narendra Modi

অনুরোধ প্রত্যাখ্যান পাকিস্তানের, মোদীর মার্কিন সফরে ব্যবহার করা যাবে না পাক আকাশসীমা

নরেন্দ্র মোদীর বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে ‘অনুরোধ’ করেছে নয়াদিল্লি। এমনটাই দাবি করছে পাক সংবাদমাধ্যম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৯
Share:

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র

আগামী ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী। সে সময় নরেন্দ্র মোদীর বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে ‘অনুরোধ’ করেছিল নয়াদিল্লি। এমনটাই জানা গিয়েছিল পাক সংবাদমাধ্যম সূত্রে। এবার সেই অনুরোধ ফেরাল পাকিস্তান।

Advertisement

আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। পাক সংবাদমাধ্যমগুলিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, নরেন্দ্র মোদীর নিউইয়র্ক যাওয়ার সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য পাকিস্তানকে ‘অনুরোধ’ করেছে ভারত। কিন্তু তাতে শেষমেশ সবুজ সংকেত মিলল না। অসহযোগিতাই বজায় রাখলে ইসলামাবাদ। পাকিস্তান ভারতের অনুরোধ ফিরিয়ে দেওয়ার ফলে গন্তব্যে পৌঁছতে প্রধানমন্ত্রীর বিমানের প্রায় ৪৫ মিনিট বেশি সময় লাগবে।

আরও পড়ুন: নতুন প্রজন্মের মধ্যে নেশার প্রবণতা বাড়ছে, ই-সিগারেট নিষিদ্ধ করল কেন্দ্র​

Advertisement

আরও পড়ুন: ‘আপনি কোনও ভাষা চাপিয়ে দিতে পারেন না’, হিন্দির বিরুদ্ধে এ বার সরব রজনীকান্ত​

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর এক মাসেরও বেশি সময় কেটে গেলেও উষ্মা কমেনি পাকিস্তানের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নয়াদিল্লিকে সৌজন্য দেখাতেও রাজি নয় তারা। সাম্প্রতিক কালে সেই উদাহরণই তুলে ধরেছে ইসলামাবাদ। গত ৯ সেপ্টেম্বর আইসল্যান্ড-সহ একাধিক দেশ সফরে যান ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বিমানকে পাক আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। কিন্তু, তা শেষ পর্যন্ত খারিজ করে দেয় পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement