India

Covid Update India: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ২,৮৪১ জন, দিল্লিতে এখনও আক্রান্ত হাজারের উপরেই 

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মোট ৯ জন মারা গিয়েছেন। দেশে এখনও পর্যন্ত মোট মৃত্যু পাঁচ লক্ষ ২৪ হাজার ১৯০ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ০৯:৪৫
Share:
দেশে কোভিডের সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

দেশে কোভিডের সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। ফাইল চিত্র ।

গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে সামান্য বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের কোভিড বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে নতুন করে দু’হাজার ৮৪১ জন কোভিড আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে দেশে এখনও পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ৩১ লক্ষ ১৬ হাজার ২৫৪। সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৪।

তবে উদ্বেগ বাড়িয়ে রাজধানী দিল্লিতে এখনও আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৩২ জন। দ্বিতীয় স্থানে কেরল। কেরলে এক দিনে আক্রান্তের সংখ্যা ৪১৩। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মোট ৯ জন মারা গিয়েছেন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন পাঁচ লক্ষ ২৪ হাজার ১৯০ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement