ভয় ধরাচ্ছে কয়েকটি রাজ্যের সংক্রমণ চিত্র। ফাইল চিত্র।
দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,৫৬৮ জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪,৩০,৮৪,৯১৩-তে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২৩,৮৮৯। মঙ্গলবার এমনই জানাল স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন। তবে গত দিনের চেয়ে আক্রান্তের হার ১৮.৬ শতাংশ কমেছে।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে দৈনিক সক্রিয়তার হার এখন ১.০৭ শতাংশ। প্রায় দু’মাস পর দৈনিক সক্রিয়তার হার এক শতাংশের উপরে গেল। করোনার সাপ্তাহিক সক্রিয়তার হার ০.৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে ২,৯০০ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। কোভিড থেকে মোট সুস্থের সংখ্যা ৪,২৫,৪১,৮৮৭।
যে রাজ্যগুলির করোনা পরিস্থিতি প্রশাসনকে উদ্বেগের মধ্যে রাখছে, তাদের মধ্যে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের থানে জেলায় ৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭,০৯,০৭৫ জন।