প্রতীকী ছবি
দেশে সংক্রমণের আশঙ্কা বা অভ্যন্তরীণ কাজের বাজারে চাপ বাড়া— পরিস্থিতি যা-ই হোক, নরেন্দ্র মোদী সরকারের হাতে কোনও বিকল্প পথ নেই। বিভিন্ন দেশ থেকে ফেরাতেই হবে বিপুল সংখ্যক ভারতীয়কে। তাঁদের অনেকেই করোনার ধাক্কায় কাজ হারিয়েছেন। ভয় এবং অন্যান্য কারণেও দেশে ফিরতে চান অনেকে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক আটকে রয়েছেন। করোনার প্রকোপে তাঁদের কাজ বন্ধ এবং অদূর ভবিষ্যতে কাজ ফিরে পাওয়ার আশাও নেই। এই পরিস্থিতিতে যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় দূতাবাস একটি অনলাইন রেজিস্ট্রেশন অফিস খুলেছে। একই ভাবে আমেরিকাতেও ভারতীয় দূতাবাস বিভিন্ন প্রবাসী এবং অনাবাসী ভারতীয় সংগঠনগুলির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করছে। দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘যাঁরা দেশে ফিরতে চান, তাঁরা ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিজেদের নাম ও নির্দিষ্ট তথ্য নথিভুক্ত করুন।’ আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু এই প্রসঙ্গে বলেছেন, “এই কঠিন সময়ে ভারতীয়-আমেরিকান সম্প্রদায় যে নেতৃত্ব দিচ্ছেন এবং যে সাহস দেখাচ্ছেন, তাকে সম্মান জানাতে হয়। আমাদের নাগরিকদের যাবতীয় পরিষেবা দেওয়ার জন্য তাঁরা অক্লান্ত পরিশ্রম করছেন। পাশাপাশি যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের জন্যও ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এঁরা।’’
কূটনীতিক এবং সরকারি সূত্রের মতে, ভারতের প্রথম দুশ্চিন্তা হল এই বিপুল সংখ্যক লোক বিদেশ থেকে ফিরে যে যাঁর এলাকায় গেলে, নতুন করে সংক্রমণ ছড়াবে কি না। সে ক্ষেত্রে বিমানবন্দরে কী ভাবে পরীক্ষা করা সম্ভব, এবং আক্রান্ত পাওয়া গেলে তাঁদের কী ভাবে কোয়রান্টিন করা যাবে, তা নিয়েও পরিকল্পনা করতে হবে। কেরল এই মুহূর্তে কোভিড মোকাবিলায় সবচেয়ে এগিয়ে। কিন্তু পশ্চিম এশিয়া থেকে শ্রমিকদের বেশির ভাগই ফিরবেন কেরলে। ফলে নতুন ব্যবস্থা না নিলে সেখানের পরিস্থিতি কী হবে, তা নিয়ে চিন্তা রয়েছে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)