লকডাউনে শুনশান পুরীর সমুদ্র সৈকত।—ছবি পিটিআই।
লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল ওড়িশা। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত।
প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ এপ্রিল। গত কালই সর্বদল বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিল ওড়িশা। আজ এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেন, ‘‘ওড়িশা মন্ত্রিসভা লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ওই সময় পর্যন্ত গোটা দেশে লকডাউনের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে সুপারিশ করেছে।’’ ওই দিন পর্যন্ত ট্রেন ও বিমান পরিষেবা চালু না করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছে ওড়িশা। তবে পারস্পরিক দূরত্ব বজায় রেখে কৃষিকাজ, রোজগার নিশ্চয়তা প্রকল্প চালু থাকবে।
শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন মোদী। লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে সেখানে আলোচনা হবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও আজ জানিয়েছেন, তাঁর মন্ত্রীরা সবাই চাইছেন, লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হোক।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)