১৭ দিনের শিশুকে বুকে জড়িয়ে হেঁটে চলেছেন সেই মা।—ছবি সংগৃহীত।
লকডাউনের মধ্যেই সন্তানের জন্ম হয়েছিল। আতঙ্কের আবহেও আশার আলো দেখেছিলেন সেই মা, যখন তাঁর নিজের ও সদ্যোজাতের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। ভেবেছিলেন, মুম্বইয়ের হাসপাতাল থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে পৌঁছে যাবেন ছ’শো কিলোমিটার দূরে বিদর্ভের ওয়াসিমে, নিজের বাড়িতে। গাড়ির ভাড়া করার অনুমতিও চেয়েছিলেন পুলিশের কাছে। কিন্তু ছাড় না মেলায় ১৭ দিনের শিশুকে বুকে জড়িয়ে পথে নামতে হয়েছে যুবতী মাকে। খাবার নেই, মাথার উপরে প্রখর রোদ। সংবাদমাধ্যমের খবর, বাড়ি পৌঁছতে এখনও হেঁটে চলেছেন সেই মা। পরিযায়ী শ্রমিকদের এমন দুর্দশার কাহিনি এখন রোজই সামনে আসছে।
শ্রমিকদের ফেরা নিয়ে টানাপড়েন ও বিক্ষোভ হয়েছে কেরল-কর্নাটকেও। নির্মাণশিল্পের মালিকপক্ষের সঙ্গে কথা বলার পরে কাল কর্নাটকের বিএস ইয়েদুরাপ্পার সরকার শ্রমিকদের ঘরে ফেরানোর বিশেষ ট্রেন বাতিল করেছিল। এ নিয়ে সমালোচনায় নামে কংগ্রেস। শ্রমিকেরা ক্রীতদাস কি না, সেই প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এর পরেই শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর জন্য আজ রাজি হয়েছে কর্নাটক সরকার।
আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের শীঘ্রই ফেরানো শুরু হবে, ঘোষণা কর্নাটক সরকারের
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)