মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো-বৈঠকে নরেন্দ্র মোদী। সোমবার। পিটিআই
অধিকাংশ জায়গাতেই ৩ মে-র পরেও লকডাউন চলবে। আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো-বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, লড়াই দীর্ঘ এবং করোনার প্রভাব সহজে যাওয়ার নয়। ফলে আগামী দিনগুলিতে মাস্ক এবং ‘দো গজ কি দূরি’র মন্ত্রকে জীবনের অঙ্গ করেই চলতে হবে।
৩ মে দ্বিতীয় দফার লকডাউনের পূর্বঘোষিত মেয়াদ শেষ হচ্ছে। তার এক সপ্তাহ আগে আজকের বৈঠক ছিল গুরুত্বপূর্ণ। সেখানে জানানো হয়েছে, কোথায় কোথায় লকডাউনের ছাড় দেওয়া হবে এবং বাকি অংশে কত দিন পর্যন্ত লকডাউন চলবে, এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে ৩ তারিখ নাগাদই।
তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন মোদী। গোটা দেশকে ক্রমশ হটস্পট বা লাল জ়োন থেকে কমলা এবং তার থেকে সবুজ জ়োনে পরিণত করার উপরে জোর দিয়েছেন। আর্জি জানিয়েছেন, যে-সব জায়গায় হটস্পট রয়েছে, সেখানে কেন্দ্রীয় নির্দেশিকা কড়া ভাবে পালন করার। সামনে বর্ষাকাল আসছে। আবহাওয়া পরিবর্তনের সময় এমনিতেই শরীর খারাপ হয়। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পরামর্শ, করোনা নিয়ে পরবর্তী কৌশল স্থির করার সময় বিষয়টি মাথায় রাখতে। সূত্রের খবর, মোদী দাবি করেছেন, আক্রান্তের সংখ্যা বা মৃত্যুর বেশি-কম বিচার করে কোনও রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা সংক্রান্ত বৈঠকগুলিতে (আজকেরটি চতুর্থ) যে-সব মুখ্যমন্ত্রী বলার সুযোগ পাননি, আজ তাঁদেরই বলার সুযোগ দেওয়া হয়। ঘটনাচক্রে যাঁরা বলেছেন, তাঁরা অধিকাংশই বিজেপি অথবা বিজেপির জোট সরকারের মুখ্যমন্ত্রী। ওড়িশা, মেঘালয়ের মতো তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানান, আরও বেশ কিছু দিন নিরবচ্ছিন্ন লকডাউন চালানোর পক্ষপাতী তাঁরা। তবে বাকি ছ’টি রাজ্যের মুখ্যমন্ত্রী ধীরে ধীরে বাণিজ্যিক কাজ শুরু করার প্রস্তাব দিয়েছেন।
আরও পড়ুন: এ বার কোভিড আক্রান্তের সংস্পর্শে এলে বাড়িতেই থাকা যাবে কোয়রান্টিনে
আরও পড়ুন: রেড জোন কলকাতার কোন কোন জায়গা অতি স্পর্শকাতর, দেখে নিন
মমতা বন্দ্যোপাধ্যায় বলার সুযোগ পাননি আজ। সূত্রের খবর, গোড়ার দিকে থাকলেও তিনি পুরো সময়টা বৈঠকে ছিলেন না। কিছু পরে মুখ্যসচিবকে বসিয়ে রেখে উঠে যান। কেরলের মুখ্যমন্ত্রীও আগাগোড়া উপস্থিত ছিলেন না।
সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, সব পরিযায়ী শ্রমিকের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। কেন্দ্রের এগিয়ে আসা প্রয়োজন। পুদুচ্চেরির মুখ্যমন্ত্রী পরে জানান, ভিন্ রাজ্যের শ্রমিকদের ফেরত পাঠানো নিয়ে বা রাজ্যগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারে কোনও কথা আজ বলেননি মোদী।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)