India Lockdown

করোনা-মুক্ত জেলায় লকডাউন তোলার ভাবনা

আগামী সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই লকডাউন প্রশ্নে কেন্দ্রের মনোভাব জানাবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ০৪:২৯
Share:

ছবি পিটিআই।

সব ঠিকঠাক চললে আগামী ৪ মে থেকে দেশের করোনা সংক্রমণহীন একটি বড় অংশে লকডাউন প্রত্যাহারের কথা ভাবছে কেন্দ্র। আজ সরকারের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, ৪ মে থেকে করোনা সংক্রমণমুক্ত এলাকাগুলি থেকে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহার করে নেওয়া হবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, নির্দিষ্ট সময়ের পরে এক-একটি জেলাকে রাজ্য প্রশাসন সংক্রমণমুক্ত বলে ঘোষণা করলে সেগুলিকেও লকডাউনের আওতা থেকে বার করে আনা হবে।

Advertisement

আগামী সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই লকডাউন প্রশ্নে কেন্দ্রের মনোভাব জানাবেন তিনি। তার পরে মুখ্যমন্ত্রীদের বক্তব্য শোনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে হটস্পট বা হটস্পট সংলগ্ন এলাকায় লকডাউন আরও কিছু দিন চালিয়ে যাওয়ার পক্ষপাতী কেন্দ্র। কারণ সংক্রমিত এলাকায় একবার লকডাউন সরে গেলে নতুন সংক্রমণ ঠেকানো কার্যত দুঃসাধ্য হয়ে উঠবে।

দেশে আক্রান্তের সংখ্যা এখন ২১,৩৯৩ জন। মারা গিয়েছেন ৬৮৬ জন। গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০৯ জন। যদিও আজ কেন্দ্রের গঠন করা বিশেষ ক্ষমতাসম্পন্ন দলের চেয়ারম্যান এন কে মিশ্র দাবি করেছেন, ঠিক এক মাস আগে দেশে করোনা সংক্রমণের হার ছিল ৪.৫ শতাংশ। এক মাস পরেও তা-ই রয়েছে। উল্টে সংক্রমণের গতিকে থমকে দিয়ে স্বাস্থ্য পরিকাঠামোর প্রয়োজনীয় উন্নতি করা গিয়েছে। যথেষ্ট পরীক্ষা হচ্ছে না বলে বিরোধীদের দাবি ফের নস্যাৎ করে মিশ্র জানিয়েছেন, গত এক মাসে পরীক্ষার সংখ্যা ২৪ গুণ বাড়ানো হয়েছে। সেই তুলনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৬ গুণ। মিশ্রের দাবি, দক্ষিণ কোরিয়া বাদ দিলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি ভাল।

Advertisement

আরও পড়ুন: ই-কমার্স, তথ্য-বিনোদনে কি এ বার রিলায়্যান্স-রাজ

পরিসংখ্যান দিয়ে মিশ্র জানান, গত কাল দেশে ৫ লক্ষ লোকের করোনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে সংক্রমিতের সংখ্যা ২১ হাজারের কাছে। সেখানে প্রথম ৫ লক্ষ পরীক্ষায় আমেরিকা, ইটালি, ব্রিটেন ও তুরস্কে আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৮০ হাজার, ১ লক্ষ, ১ লক্ষ ২০ হাজার ও ৮০ হাজার। মিশ্র বলেন, ‘‘এটা ঠিক যে, অন্য দেশগুলি আমাদের আগেই ৫ লক্ষ পরীক্ষা সেরে ফেলেছে। কিন্তু এখানে রোগীর সংখ্যা অন্য দেশের তুলনায় কম ছিল। আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, তেমন গতিতে পরীক্ষা বেড়েছে।’’ লকডাউনের জেরেই এই সাফল্য বলে তাঁর দাবি। আজ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় অর্ধেক জেলা এখন করোনামুক্ত। গত ২৮ দিনে চারটি জেলা থেকে সংক্রমণের খবর আসেনি। তা ছাড়া গত দু’সপ্তাহে প্রায় ৭৮টি জেলায় নতুন করে সংক্রমণ হয়নি।

আরও পড়ুন: পরিষেবা গোটাল চার আন্তর্জাতিক সংস্থা, আতঙ্ক ভারতের আকাশেও

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement