India Lockdown

দ্বাদশের বাকি পরীক্ষা নেবে সিবিএসই

দেশের বাকি অংশে যেটুকু যা বাকি আছে, তা সেরে ফেলা হবে স্কুলের (ইন্টারনাল) পরীক্ষার মাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০২:৪০
Share:

ছবি সংগৃহীত।

লকডাউন ওঠার পরে পরিস্থিতি বিচার করে সিবিএসই দ্বাদশ শ্রেণির বাকি বোর্ড-পরীক্ষা নেওয়া হবে বলে ফের স্পষ্ট করে দিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। তারা জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি বাদে দেশের অন্যত্র দশম শ্রেণির প্রায় সব পরীক্ষা হয়ে গিয়েছিল ঘরবন্দিদশা শুরুর আগেই। তাই দশমের বাকি পরীক্ষা শুধু উত্তর-পূর্ব দিল্লিতেই হবে। দেশের বাকি অংশে যেটুকু যা বাকি আছে, তা সেরে ফেলা হবে স্কুলের (ইন্টারনাল) পরীক্ষার মাধ্যমে। দশম ও দ্বাদশে মূল ২৯টি বিষয়ের পরীক্ষার ব্যাপারে বোর্ডের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ১০ জুনের পরে স্কুল খুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার সূচিও ঠিক করা হবে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার জানান। তিনি বলেন, ‘‘মাধ্যমিকের খাতা দেখা শেষ। লকডাউন উঠে গেলেই বাকি কাজ দ্রুত করে যত দ্রুত সম্ভব ফল ঘোষণা করা হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ ও সিমেস্টার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়।’’ আইসিএসই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন বলেন, ‘‘আমাদের দশম ও দ্বাদশের বাকি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’’

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement