ছবি: পিটিআই
কোভিডের প্রথম টিকা দেওয়ার সংখ্যায় আমেরিকাকে ছাড়িয়ে গেছে ভারত। শুক্রবার এই দাবি করল কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের সদস্য ভি কে পাল বলেন, ‘‘বিশ্বব্যাপী পরিসংখ্যান অনুসারে ভারতে কমপক্ষে প্রথম কোভিড টিকা পাওয়া মানুষের সংখ্যা আমেরিকার তুলনায় বেশি। ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’-র তথ্য অনুযায়ী, ভারতে ১৭.২ কোটি মানুষকে প্রথম টিকা দেওয়া হয়েছে। আমেরিকাতে এই সংখ্যা ১৬.৯ কোটি। বৃহস্পতিবার পর্যন্ত আমরা আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছি প্রথম টিকা দেওয়ার সংখ্যায়।’’
তিনি এ-ও জানান,এই পরিসংখ্যানে চিন অন্তর্ভুক্ত নয়। ওই পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ব্রিটেন ৩.৯ কোটি, জার্মানি ৩.৮ কোটি প্রথম টিকা দিয়েছে।’’ ভি কে পালের দাবি, টিকা দেওয়ার সংখ্যা আরও বাড়ানো হবে ভারতে।
শুক্রবার সরকার তথ্য প্রকাশ করে জানিয়েছে, ৪ জুন পর্যন্ত ১৭.৮৫ কোটি মানুষকে প্রথম টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেওয়া মোট টিকা দেওয়ার সংখ্যা ২২.৪১ কোটি।