নৌসেনার শক্তি বাড়িয়েছে ভারত। সম্প্রতি রাশিয়ার থেকে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনেছে। এ নিয়ে সপ্তম ফ্রিগেট শোভা বাড়াতে চলেছে ভারতীয় নৌসেনার।
কী এই যুদ্ধজাহাজ, এর ক্ষমতা কী এবং ভারতকে কী ভাবে শত্রুর হামলা থেকে রক্ষা করতে পারবে, তা জেনে নিন।
রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ন্তর শিপইয়ার্ড-এ তৈরি হবে এই যুদ্ধজাহাজ। ২০২৩ সাল নাগাদ তা ভারতের হাতে আসবে। আপাতত এমনই চুক্তি হয়েছে রাশিয়ার সঙ্গে।
এই যুদ্ধজাহাজের নাম দেওয়া হয়েছে তুশিল। এটি একটি সংস্কৃত শব্দ। এর অর্থ রক্ষাকবচ। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডি বালা ভেঙ্কটেশ বর্মার উপস্থিতিতে এই চুক্তি হয়েছে।
ভারত মহাসাগরে প্রহরা দেবে তুশিল। রাশিয়ার সঙ্গে ভারতের ২৫০ কোটি ডলার অস্ত্র-চুক্তির মধ্যে এটি হল অন্যতম।
স্টেল্থ প্রযুক্তি-র প্রয়োগ করা হবে এই যুদ্ধজাহাজ প্রস্তুতিতে। এই প্রযুক্তি সাধারণত সেনারাই কাজে লাগিয়ে থাকে।
এতে থাকবে একটি র্যাডার, ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা। জাহাজ থেকেই লক্ষ্যে ধেয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্র।
ডুবোজাহাজকে এবং ডুবোজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকেও সহজে চিহ্নিত করতে পারার ক্ষমতাসম্পন্ন এটি। এ ছাড়া এতে হেলিকপ্টারও অবতরণ করতে পারবে।
ফ্রিগেট এক ধরনের যুদ্ধজাহাজ। বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে এর বদল ঘটেছে। এর দায়িত্বও বেড়েছে।
এ নিয়ে ভারতের হাতে মোট ৭টি ফ্রিগেট আসতে চলেছে। পাকিস্তানের কাছে ৫টি সক্রিয় ফ্রিগেট রয়েছে এবং চিনের কাছে ৪৯টি ফ্রিগেট রয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন নৌসেনা চিনেরই।