International Flights

International Flights: ৩০ জুন পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা, নয়া নির্দেশিকা কেন্দ্রের

আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ৩১ মে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৫:১৭
Share:

প্রতীকী ছবি।

৩০ জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র। শুক্রবার এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে ডায়রেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

Advertisement

আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ৩১ মে। কিন্তু দেশে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক উড়ান বন্ধ। তবে ‘বন্দে ভারত মিশন’-এর অধীনে বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রয়েছে ২০২০-র মে থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement