Daily Covid Bulletin

India Covid Bulletin: উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি, তবে আবারও এক হাজারের নীচে দেশের দৈনিক সংক্রমণ

​​​​​​​শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। তার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। মিজোরামে মৃত্যু হয়েছে এক জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১১:২১
Share:

দেশে নতুন করে আক্রান্ত ৯৪৯। ফাইল চিত্র ।

আবারও এক হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা ভারতে মোট ৯৪৯ জন আক্রান্ত হয়েছেন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ৩০ লক্ষ ৩৯ হাজার ৯৭২।

শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। তার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। মিজোরামে মৃত্যু হয়েছে এক জনের।

Advertisement

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১৩৩।

কেরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দিল্লিতে আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। বুলেটিন অনুযায়ী, রাজধানীতে ৩২৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। নতুন করে ৮১০ জন কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৯৮.৮ শতাংশ।

Advertisement

শুক্রবার দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ০.৩০ শতাংশ। সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ২২ লক্ষ ৭৬ হাজার ৩০৪ টিকাকরণ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement