Coronavirus

দু’দিনে অনেকটা বেড়ে সামান্য কমল সংক্রমণ, তবে বাড়ল আক্রান্তের হার

গত ২৪ ঘণ্টায় দেশে ২৭০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ মে-র পর গত এক সপ্তাহ ধরেই দৈনিক সংক্রমণ তিন হাজারের দোরগোড়ায় রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১১:১১
Share:

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় ভারতে ২৭০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ মে-র পর গত এক সপ্তাহ ধরেই দৈনিক সংক্রমণ তিন হাজারের সীমানায় ঘোরাফেরা করছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে করোনা স্ফীতির পর মে মাসের প্রথম সপ্তাহে তিনহাজার পেরিয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। শেষ দু’ সপ্তাহে সংক্রমণ কিছুটা কমের দিকে থাকলেও গত শনি এবং রবিবারের কেন্দ্রীয় করোনা পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমণ আচমকাই অনেকখানি বেড়েছে।

Advertisement

অন্য দিকে গত তিনদিন করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা কিছুটা কমায় দেশে মোট করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত দেওয়া কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে দেশে এখন ১৭ হাজার ৬৯৮ জন করোনা রোগী রয়েছেন। সংখ্যাটি শনিবারও ছিল ১৬ হাজারের সামান্য বেশি। গত এক দিনে দেশে ২০৭০ জন রোগী করোনা মুক্ত হয়েছেন।

দৈনিক করোনা সংক্রমণের হারও বেড়েছে ভারতে। রোজ মোট করোনা পরীক্ষার সংখ্যার অনুপাতে কতজন সংক্রমিত হয়েছেন তার হিসেব কষেই পাওয়া যায় দৈনিক সংক্রমণের হার। রবিবার দেশে দু’ লক্ষ৭৮ হাজার ২৬৭ জনের করোনা পরীক্ষা করানো হয়েছিল। এর মধ্যে ০.৯৭ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহে এই হার ছিল ৪০-৬০ শতাংশের মধ্যে।

Advertisement

কেন্দ্রের হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২৫ জন। তবে এর মধ্যে কেরলের আগের অনথিভুক্ত ২৩ জনের মৃত্যু সংখ্যা ধরা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement