covid 19 india

India Covid bulletin: চলতি স্ফীতিতে এই প্রথম দেশে দৈনিক সংক্রমণ পেরলো তিন লক্ষের গণ্ডি, বৃদ্ধি মৃতের সংখ্যাতেও

করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনায় মোট ৪৯১ জনের মৃত্যু। বুধবার মৃত্যু হয় ৪৪১ জনের। বেড়েছে দৈনিক সংক্রমণের হারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ০৯:৫৭
Share:

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার চলতি করোনা স্ফীতিতে এই প্রথম তিন লক্ষ টপকে গেল দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন যা ছিল দু’লক্ষ ৮২ হাজার ৯৭০। এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান।

Advertisement

পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের।

দেশে ন’হাজার ২৮৭ জন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। করোনার চলতি স্ফীতিতে দেশে এই প্রথম দৈনিক সংক্রমণ পেরোল তিন লক্ষের গণ্ডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement