covid 19 india

India Covid bulletin: দু’লক্ষের নীচে নামল দৈনিক করোনা আক্রান্ত, দেশে বিপুল বৃদ্ধি মৃত্যুর সংখ্যায়

শুধু কেরলেই ৬৩৮ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। বলা হয়েছে, আগে হওয়া করোনায় অনথিভুক্ত মৃত্যু গত ২৪ ঘণ্টার মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৪১
Share:

ফাইল ছবি।

দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল দু’লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় ভারতে এক লক্ষ ৬৭ হাজার ৫৯ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। যা সোমবারের তুলনায় ২০ শতাংশ কম। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল দু’লক্ষ ন’হাজার। এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ১৪ লক্ষ ৬৯ হাজার ৪৯৯। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে এক নম্বরে কেরল, অনেকটা পিছিয়ে দ্বিতীয় কর্নাটক।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দৈনিক করোনা পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার দেশে দৈনিক সংক্রমণের হার ১৫.৭ থেকে নেমে এসেছে ১১.৬ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ১৫.২৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে এক হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনায় মোট চার লক্ষ ৯৬ হাজার ২৪২ জনের মৃত্যু হল। শুধু কেরলেই ৬৩৮ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। বলা হয়েছে, আগে হওয়া করোনায় অনথিভুক্ত মৃত্যুর খতিয়ান গত ২৪ ঘণ্টার মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে। স্বভাবতই বেড়েছে মৃত্যুর সংখ্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement