covid 19 india

India Covid 19 Bulletin: আরও কমল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কমল সংক্রমণের হারও

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৩
Share:

গ্রাফিক— সনৎ সিংহ।

দেশে আরও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৮৭৭ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৪০৭ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। কমেছে সংক্রমণের হারও। রবিবার দেশে করোনা সংক্রমণের হার ৩.১৭ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় এক লক্ষ ১৭ হাজার ৫৯১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। তার মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ৪২৭ জনের। স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, কেরলে আগে করোনায় অনথিভুক্ত মৃত্যু দৈনিক মৃতের সংখ্যায় যুক্ত হয়েছে, ফলে সব মিলিয়ে বেড়ে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষ ১৫ হাজার ২৭৯টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৪৯ লক্ষ ১৬ হাজার ৮০১টি করোনার টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement