ফাইল ছবি।
আরও কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৫৯। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন মোট ১৪ হাজার ৭০৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৭৬ জন। এর ফলে দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন মোট ৪ কোটি ২৪ লক্ষ ৮৭ হাজার ৪১০ জন। দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ০.২০ শতাংশ।
শুরু আক্রান্তের সংখ্যাই নয়, কমেছে দেশে দৈনিক করোনায় মৃতের সংখ্যাও। মঙ্গলবার সারা দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা আরও কমে হল ৩১ জন। তার মধ্যে শুধু কেরলে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের। এই ২২ জনের মধ্যে ১৬ জনের আগেই করোনায় মৃত্যু হয়েছিল, কিন্তু এত দিন তা নথিভুক্ত হয়নি। দেশে বুধবার পর্যন্ত ১৮৩ কোটি ৮২ লক্ষ করোনার টিকা দেওয়া হয়েছে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা পরিসংখ্যান জানিয়েছে।