covid 19 india

India Covid Bulletin: সামান্য বাড়ল সংক্রমণ, মৃত্যু, দেশে শুরু হয়ে গেল ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ

বুধবার সকাল থেকেই দেশে শুরু হয়ে গেল ১২ থেকে ১৪ বছর বয়সিদের করোনার টিকা কর্বিভ্যাক্স প্রদানের কর্মসূচি। পাশাপাশি কোনও কো-মর্বিডিটি ছাড়া ৬০ ঊর্ধ্বদেরও করোনার বুস্টার টিকা দেওয়াও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে, দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১০:৫০
Share:

ফাইল ছবি।

মঙ্গলবারের তুলনায় দেশে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭৬ জন। মঙ্গলবার যা ছিল ২ হাজার ৫৬৮। এর ফলে দেশে করোনায় আক্রান্ত হলেন মোট ৪ কোটি ২৯ লক্ষ ৯৮ হাজার ৯৩৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৮ জনের। যা মঙ্গলবারের তুলনায় এক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,১০৬ জন। এর ফলে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হল ৩২ হাজার ৮১১ জন।

Advertisement

সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার দৈনিক সংক্রমণের হার ছিল ০.৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ০.৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে কেরলে। মন্ত্রক সূত্রে খবর, এই ৭২ জনের মধ্যে ৫৪ জনের আগেই মৃত্যু হয়েছিল। কিন্তু কোনও কারণে তা অনথিভুক্ত ছিল।

বুধবার সকাল থেকেই দেশে শুরু হয়ে গেল ১২ থেকে ১৪ বছর বয়সিদের করোনার টিকা কর্বিভ্যাক্স প্রদানের কর্মসূচি। পাশাপাশি কোনও কো-মর্বিডিটি ছাড়া ৬০ ঊর্ধ্বদেরও করোনার বুস্টার টিকা দেওয়াও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে, দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement