গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। এর ফলে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল ৫ লক্ষ ১৫ হাজার ৩৫৫ জনের। ১৪৫ জনের মৃত্যুর মধ্যে কেরলেই মারা গিয়েছেন ১০০ জন। যদিও এই ১০০ জনের মৃত্যু আগেই হয়েছিল। যা এত দিন নথিভুক্ত ছিল না। এর ফলে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে।
ফাইল ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪,৫৭৫ জন। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর ফলে দেশে মোট ৪ কোটি ২৯ লক্ষ ৭৫ হাজার ৮৮৩ জন করোনা আক্রান্ত হলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ৪৬ হাজার ৯৬২।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। এর ফলে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল ৫ লক্ষ ১৫ হাজার ৩৫৫ জনের। ১৪৫ জনের মৃত্যুর মধ্যে কেরলেই মারা গিয়েছেন ১০০ জন। যদিও এই ১০০ জনের মৃত্যু আগেই হয়েছিল। যা এত দিন নথিভুক্ত ছিল না। এর ফলে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে।
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এই নিয়ে ৩১ দিন ধরে টানা এক লক্ষের নীচে। লাগাতার তৃতীয় দিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজারের কম।