ভারত-চিন সেনা বৈঠক।—ফাইল চিত্র।
মেজর জেনারেল স্তরের কয়েক দফা বৈঠকেও পূর্ব-লাদাখে সীমান্ত বিবাদের রফাসূত্রের সন্ধান মেলেনি। এই পরিস্থিতিতে সোমবার দু’পক্ষের লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক হতে চলেছে। সেনা সূত্রের খবর, পূর্ব লাদাখের চুশুলে চিন নিয়ন্ত্রিত মলডো এলাকায় এই বৈঠক হবে। উত্তেজনা কমাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসসি) মুখোমুখি অবস্থানে থাকা দু’তরফের সেনার পিছু হটা নিয়ে আলোচনা হবে বৈঠকে। পাশাপাশি, আসবে ১৫ জুন রাতে গালওয়ানে চিনা বাহিনীর হামলার প্রসঙ্গ।
পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় এলএসি পেরিয়ে মে মাসে চিনা বাহিনীর অনুপ্রবেশের পরে গত ৬ জুন দু’পক্ষের লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক হয়েছিল। লেহতে মোতায়েন ভারতীয় ৩ নম্বর কোরের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিংহ এবং পিপলস লিবারেশন আর্মির সম পদমর্যাদার অফিসারের মধ্যে বৈঠকে স্থির হয়েছিল উত্তেজনা কমাতে দু’পক্ষই মুখোমুখি অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসবে।
গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা ফৌজ সেই প্রতিশ্রুতি পালন করেনি। ১৫ জুন রাতে এলাকা পরিদর্শনে গিয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানালে চিনা বাহিনীর হামলায় নিহত হন কর্নেল বি সন্তোষ বাবু-সহ ২০ জন ভারতীয় সেনা। আহত হন অন্তত ৭৬ জন। এরপর গালওয়ান উপত্যকা, গোগরা হট স্প্রিং, প্যাংগং লেকের উত্তরাংশের ফিঙ্গার এরিয়া-সহ লাদাখের বিভিন্ন এলাকায় দু’তরফেরই সেনা তৎপরতা বেড়েছে।
আরও পড়ুন: কাশ্মীর থেকে ঢুকেছে ৪-৫ জঙ্গি? দিল্লিতে জঙ্গি হানার সতর্কতা
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার প্রধানদের বৈঠকে গতকালই স্থির হয়েছে, এলএসি’তে পরিস্থিতি মোকাবিলায় সেনাকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হবে। এই পরিস্থিতিতে এদিনের বৈঠকের ফলাফলের উপর সীমান্ত পরিস্থিতির ‘ভবিষ্যৎ’ অনেকটাই নির্ভর করেছে মনে করা হচ্ছে।