Rajnath Singh

সেনা জওয়ানদের বলিদান ভুলবে না দেশ, শোকবার্তা প্রতিরক্ষামন্ত্রীর

রাজনাথ সিংহের টুইট, ‘‘গালওয়ানে সেনা জওয়ানদের মৃত্যু গভীর পীড়া ও বেদনাদায়ক।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ১৩:৩৮
Share:

নিহত জওয়ানদের প্রতি শোকবার্তা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের।

পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় নিহত ভারতীয় জওয়ানদের মৃত্যু বেদনাদায়ক। তাঁদের বলিদান দেশ কখনও ভুলবে না বলে শোকবার্তায় জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

Advertisement

গালওয়ানে ভারত-চিন সেনা সংঘর্ষ শুরুর পর থেকেই নয়াদিল্লিতে চূড়ান্ত তৎপরতা। পরের পর শীর্ষ সামরিক কর্তা ও মন্ত্রীদের বৈঠক হয়েছে। তবে সরকারি ভাবে কোনও বিবৃতি দেননি কোনও মন্ত্রী। এই প্রথম মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী। নিহত জওয়ানদের শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজনাথ সিংহ। ‘জওয়ানদের এই বলিদান দেশ ভুলবে না’ বলেও টুইটারে লিখেছেন তিনি।

সোমবার রাতের সংঘর্ষে প্রথমে ভারতীয় সেনার এক কর্নেল ও দুই জওয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে সেনা। কিন্তু রাতের দিকে খবর আসে সংঘর্ষে আহত হওয়া আরও জওয়ানের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২০। তার পর থেকে দিল্লিতে তৎপরতা আরও বাড়ে। স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। জানানো হয় প্রধানমন্ত্রীকে। গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বুধবার সকালেও সেই তৎপরতা জারি রয়েছে।

Advertisement

আরও পড়ুন: লাদাখ সংঘর্ষে আহত ভারতীয় ৪ জওয়ানের অবস্থা সঙ্কটজনক

আরও পড়ুন: শোক ভুলব বদলা হলেই, বলছেন বীরভূমের নিহত জওয়ানের বাবা

তার মধ্যেই রাজনাথ সিংহের টুইট, ‘‘গালওয়ানে সেনা জওয়ানদের মৃত্যু গভীর পীড়া ও বেদনাদায়ক। কর্তব্যে গিয়ে ভারতীয় সেনার ঐতিহ্য মতোই আমাদের সেনা নজিরবিহীন সাহসিকতা ও শৌর্যের পরিচয় দিয়েছে।’’ নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘এই সেনা জওয়ানদের সাহসিকতা ও বলিদান দেশ কখনও ভুলবে না। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা। এই কঠিন সময়ে দেশ কাঁধে কাঁধে মিলিয়ে তাঁদের পাশে আছে। এই জওয়ানদের সাহসিকতা ও শৌর্যে আমরা গর্বিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement