জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।
উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে অপসারণের জন্য সংসদে একটি প্রস্তাব এনে ভোটাভুটি করতে চাইছে বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চ। কংগ্রেস, তৃণমূল এবং অন্য বিরোধী দলের নেতৃত্বের দাবি, ধনখড়ের বিরুদ্ধে এই বিষয়ে নোটিসটি তাঁরা মঙ্গলবার রাজ্যসভার সচিবালয়ে পেশ করবেন।
এর আগে বহু বার ধনখড়ের বিরুদ্ধে বিরোধী সাংসদদের বক্তৃতায় বাধা দেওয়া, তাঁদের বক্তব্য পেশের জন্য সময় না দেওয়া এবং শাসক শিবিরের সাংসদদের বাড়তি গুরুত্ব দেওয়ার মতো অভিযোগ এনেছে ‘ইন্ডিয়া’। তবে রাজ্যসভায় সংখ্যার অভাবে যে ভোটাভুটির প্রস্তাব কার্যকর হবে না, তা বিরোধীরা জানেন। তাঁদের বক্তব্য, বিষয়টি রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই করা হচ্ছে। তবে সংবিধানের সংশ্লিষ্ট আইন অনুযায়ী, এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার অন্তত ১৪ দিন আগে নোটিস দিতে হয়। সংসদের শীতকালীন অধিবেশনের বাকি ১১ দিন। তাই এই অধিবেশনে বিষয়টি নিয়ে ভোটাভুটির সম্ভাবনা কম বলেই সূত্রের খবর।
আজ ধনখড়কে নিয়ে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। কংগ্রেসের রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ সংসদের ভিতরেই বলেছেন, “সরকার পক্ষ সংসদ অচল রাখার ফন্দি করছে এবং তাতে আপনি ভাগীদার হবেন না।” আজ বিকেলে ধনখড় তাঁর ঘরে ডাকেন বিজেপির রাজ্যসভার নেতা জে পি নড্ডা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে-সহ কিছু অভিজ্ঞ সাংসদকে, সংসদের অচলাবস্থা কাটাতে। আগামিকাল সকাল সাড়ে দশটায় আলোচনার জন্য আবার নড্ডা এবং খড়্গেকে আমন্ত্রণ জানান তিনি। দুই নেতাই সম্মত হন।