প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।
প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন এবং সরবরাহে পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সুবিয়ান্তোর।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তিন দিনের ভারত সফরে এসেছেন। আজ সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকের পরে মোদী জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন ও সরবরাহের বিষয়ে একজোট হয়ে কাজ করার বিষয়ে দু’দেশ সম্মত হয়েছে। এছাড়া, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মোদী ও সুবিয়ান্তোর কথা হয়েছে। প্রধানমন্ত্রী একটি বিবৃতিতে ইন্দোনেশিয়াকে দশ দেশীয় আসিয়ান মঞ্চের ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবে তুলে ধরেছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিন যে ভাবে সামরিক তৎপরতা চালাচ্ছে, তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রবল আপত্তি রয়েছে। সেই প্রেক্ষাপটে ভারত ও ইন্দোনেশিয়ার এই সহযোগিতার বার্তা বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। বিবৃতিতে মোদী বলেছেন, ‘‘জলপথের ব্যবহার যে আন্তর্জাতিক আইন মেনেই হওয়া উচিত, সে ব্যাপারে আমরা সম্মত হয়েছি।’’ নৌপথের নিরাপত্তা নিয়ে দু’দেশের মধ্যে চুক্তিও সই হয়েছে। এছাড়াও, বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে ভারত ও ইন্দোনেশিয়া।